স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : সোমবার মান্দাই বিধানসভা কেন্দ্রের গৌরমনি স্টেডিয়ামে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি-র সহ- সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া, স্থানীয় বিজেপি নেতৃত্ব।
এই যোগদান সভায় গত এডিসি নির্বাচনে আই পি এফ টি দলের প্রার্থী অজিত দেববর্মা সহ মোট ৩০৫ পরিবারের ১০৪৫ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের রাজনীতির উপর আস্থা ব্যক্ত করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিনের যোগদান সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।