স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : গুজরাটের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানিকে আইনের অপব্যবহার করে গ্রেফতার করেছে বলে অভিযোগ তুলে সোমবার বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক সারিতা লাইফ্রাং।
তিনি বলেন, জিগনেশ মেভানি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বলেছিলেন দেশের যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী গিয়ে শান্তির বাতাবরণ জন্য তৈরি করেন তার জন্য আহ্বান জানিয়েছিলেন। যার পরিণামে আসাম পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছে কলেজের বিধায়ক জিগনেশকে। পরবর্তী সময় আদালত থেকে জামিন পেয়ে গেলেও আরো দুটি মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে আসাম পুলিশ। এতে বুঝা যায় দেশে আইন কানুন তলানিতে গিয়ে ঠেকেছে। বিজেপি আমলে মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত হারিয়ে গেছে। তাই আর তীব্র নিন্দা জানানো হয়। এবং দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বলে জানান তিনি। এদিন বিক্ষোভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।