স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : আগরতলা এম বি বি কলেজ সংলগ্ন এবং আনন্দময়ী আশ্রম সংলগ্ন এলাকা থেকে ৪ জন ড্রাগস বিক্রেতাকে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ। ধৃতদের নাম দীপক দাস, বাড়ি প্রতাপগড় এলাকায়, রঞ্জন আলী, বাড়ি প্রতাপগড় এলাকায়, রবি দেবনাথ, বাড়ি রাজধানীর নতুন নগর এলাকায় এবং রুবেল সরকার, বাড়ি লেফাঙ্গা বড়মুড়া এলাকায়।
তাদের কাছ থেকে ৫.২ গ্রাম হিরোইন, কৌটা, নগদ ৫ হাজার টাকা সহ একটি বাইক উদ্ধার করে আগরতলা পূর্ব থানার পুলিশ। এস ডি পিও দেবপ্রসাদ রায় জানান, গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশ ৫.২ গ্রাম হিরোইন এবং টি আর ০১ এ টি ৬৬৪৬ নম্বরের একটি বাইক আটক করেছে। তারা ড্রাগস বিক্রি করার জন্য সোমবার দুপুরের নাগাদ এমবিবি কলেজ সংলগ্ন এবং আনন্দময় আশ্রম সংলগ্ন এলাকা দিয়ে ঘোরাফেরা করছিল। শহরের ছাত্র-ছাত্রী এবং রিক্সা চালক সহ একাংশ যুবকদের কাছে তারা দীর্ঘদিন ধরে এভাবে নেশা দ্রব্য বিক্রি করে চলেছে। এই খবর পুলিশের কাছে আগে থেকেই ছিল। তারপর থেকে পুলিশ বিভিন্ন সময় সূত্র মোতাবেক তাদের জালে তোলার চেষ্টা চালায়। অবশেষে তাদের জালে তুলতে সক্ষম হয় পুলিশ। তবে তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। ধৃত চারজনকে মঙ্গলবার আদালতে তুলে পুলিশ রিমান্ডের দাবি করা হয়েছে বলে জানান। উদ্ধারকৃত হিরোইনের কালো বাজারি মুল্য লক্ষাধিক টাকা।