স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা আমাদের সবাইকে একটু করে বিষ দেন, চাকুরি তো আর হচ্ছে না – এমনটাই দাবি তুলে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার পরিকল্পনা নিয়েছিল চাকরি প্রত্যাশীরা, অথচ ভেস্তে দিল পুলিশ। তারপর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে মুখ ঢেকে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার জন্য দাবি করলেন চাকুরি প্রত্যাশীরা।
মঙ্গলবার চাকুরী প্রত্যাশীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিন বছর আগে ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞাপন বের হয়েছিল। তারপর তারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৭৯৬ জন। ২০২৩ সালে ৮ জানুয়ারি ১৭৯৬ জন লিখিত পরীক্ষায় বসে। কিন্তু এখন পর্যন্ত তাদের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হয়নি। বহুবার দপ্তরের অধিকত্তার অফিসে গিয়ে তারা দাবি করলেও তাদের নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। বহুবার মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করার সুযোগ চাইলে তাদের সাথে দেখা করেননি মুখ্যমন্ত্রী। তাই তারা এবার মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে চায় দ্রুত যাতে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।