Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যসাত বছর পর খুনের অভিযুক্ত

সাত বছর পর খুনের অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ২২ ফেব্রুয়ারি : ২০১৮ সালের ৫ জুন রাজধানীর এন সি সি থানার অন্তর্গত ভোলানন্দ পল্লী এলাকায় খুন হয় রেজাউল হোসেন লস্কর নামে এক ব্যক্তি। তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলায়। জানা যায় আসামের করিমগঞ্জ জেলার রাজাউল হোসেন লস্কর ও হোসেন আহমেদ ভোলানন্দ পল্লী এলাকার এক বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করত।

৫ জুন সকালে বাড়ির মালিক লক্ষ্যকরে ভাড়া ঘরে রেজাউল হোসেন লস্করের গলাকাটা অবস্থায় মৃতদেহ পরে রয়েছে। অপর রাজমিস্ত্রি হোসেন আহমেদ নেই। সাথে সাথে বাড়ির মালিক এনসিসি থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানান। এনসিসি থানার ওসি জানান ঘটনার তদন্তক্রমে ওনারা জানতে পারেন রেজাউল হোসেন লস্করকে হোসেন আহমেদ খুন করে পালিয়ে গেছে। পরবর্তী সময় হোসেন আহমেদের আসামের বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায় নি। এরই মধ্যে এনসিসি থানার পুলিশ জানতে পারে হোসেন আহমেদ রাজমিস্ত্রির কাজ করার জন্য আগরতলা এসেছে। সেই সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এনসিসি থানার পুলিশ জয়নগর এলাকা থেকে হোসেন আহমেদকে গ্রেপ্তার করে। শনিবার ধৃত হোসেন আহমেদকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে এনসিসি থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য