স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : অটো এবং বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন। ঘটনা চড়িলাম পুরান বাড়ি সংলগ্ন আগরতলা – উদয়পুর সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে TR 07 H 6152 নাম্বারের বাইক ও TR 07 A 4033 নাম্বারের অটো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
এতে মারাত্মকভাবে আহত তিনজন। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক। আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে তাদেরকে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করেন। আহত বাইক চালকের নাম জাহির খান, ফারুক ইসলাম, বাড়ি চড়িলাম এলাকায় এবং আহত অটো গাড়িতে থাকা যাত্রীর নাম সত্যরঞ্জন দাস, বাড়ি মেলাঘরে।