স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : নিরাপত্তাহীন স্মার্ট সিটি। রাতের অন্ধকারে এক বাড়িতে দুষ্কৃতিদের হামলা। ঘটনা মঙ্গলবার রাতে রাজধানীর অরুন্ধতীনগর থানা সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে। বাড়ির মালিক দেবব্রত দাস জানান একটি রাস্তা রয়েছে তার বাড়ির পাশে। রাস্তাটি ৬ ফুট প্রশস্ত। রাস্তাটি আরও বড় করার জন্য ওনাকে জায়গা দান করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তিনি ৬ ইঞ্চি জায়গা দান করতে সম্মত হয়েছিলেন। কিন্তু ওনাকে বলা হয় এক ফুট জায়গা দান করার জন্য। তাতে তিনি সম্মত হন নি। এই নিয়ে রবিবার আলোচনা হয়।
তারপর তিনি জায়গা দান করতে সম্মত হন। তিনি জানান কোর্ট থেকে কাগজ করে তিনি জায়গা দান করবেন। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে এলাকার দুষ্কৃতিরা তার বাড়িতে হামলা চালায়। তার বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তাকে বেধড়ক ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি অভিযোগ করেন দিপেশ দাসের নেতৃত্বে দুষ্কৃতিরা তার বাড়িতে হামলা চালায় এবং ওনাকে মারধর করে। দেবব্রত দাস আরও জানান দুষ্কৃতিরা তাকে হুমকি দিয়ে যায়। তিনি ন্যায় বিচারের দাবি জানান। তিনি আরো জানান, গত কয়েক মাস আগে জোতের জমি বিক্রি করার সময় তার মাকে মাসুদ করেছিল সুজিত শীল শর্মা এবং সুজিত শীল শর্মার স্ত্রী রমা শীল শর্মা। তারা প্রতিনিয়ত এ ধরনের ঘটনা সংঘটিত করে চলেছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করলেন তিনি।