Friday, March 21, 2025
বাড়িরাজ্যমহিলা সুরক্ষার জন্য বিভিন্ন দাবি মেয়রের কাছে তুলে ধরলেন জাতীয় মহিলা কমিশনের...

মহিলা সুরক্ষার জন্য বিভিন্ন দাবি মেয়রের কাছে তুলে ধরলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : বুধবার জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে সাক্ষাৎ করেন। মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকে এদিন অভিনন্দন জানান আগরতলা নিগমের মেয়র দীপক মজুমদার। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার জানান, রাজ্য সফরে এসে তিনি সরকারি মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ পরিদর্শন করেছেন। সেখানে পরিকাঠামোগত কি সমস্যা রয়েছে সেগুলি খতিয়ে দেখেছেন।

 পাশাপাশি আগরতলা শহরের বিভিন্ন মহিলা আবাসনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, বিদ্যুৎ, জেনারেটর এবং ইনফ্রাস্ট্রাকচারের সঠিক ব্যবস্থাপনা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হয়েছে। একই সাথে মহিলাদের সুরক্ষার জন্য হেল্পলাইন নম্বর চালু করার জন্য মেয়রের কাছে দাবি জানানো হয়েছে। পাশাপাশি যেসব মহিলারা প্রতিষ্ঠিত হতে পারেনি তাদের প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের আহ্বান করা হয়েছে। তাহলে প্রান্তিক মহিলারা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন যে দাবিগুলি মেয়রের নিকট তুলে ধরা হয়েছে সেগুলি তিনি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছেন। এদিন আলোচনার সময় মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্না দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য