স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনা নিয়ে ঝড়ো পচারে ব্যস্ত সরকার। বিদ্যুৎ বিল থেকে রেহাই পেতে এবং বিদ্যুৎ বিক্রি করে স্বাবলম্বী হওয়ার জন্য এই প্রকল্পের সুবিধা নিতে সকলের প্রতি আহ্বান করছে সরকার। বুধবার ত্রিপুরা বিদ্যুৎ নিগমের সহযোগিতায় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর আশ্রম চৌমুহনী এলাকায় পর্ব জোনাল অফিসে হয় পিএম সূর্য ঘর মুখ বিজলী যোজনার জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবির।
উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা সহ বিদ্যুৎ নিগমের কর্মীরা। অনুষ্ঠানে সংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনার মাধ্যমে উপকৃত হতে পারে সাধারণ জনগণ। এই সুবিধা গ্রহণ করলে ভোক্তাদের প্রতিমাসে বিদ্যুৎ বিল দিতে হবে না। এবং এই সুবিধা নেওয়ার সময় সরকার ভোক্তাদের প্রতি কিলোওয়াটে সাবসিটি দেবে। তিনি আরো জানান, অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে রিনোভেল এনার্জির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বর্তমানে সকলে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানীর উপর নির্ভরশীল। একটা সময় এগুলির মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাবে। কারন প্রাকৃতিক গ্রাস ও জ্বালানী ক্রমশ হ্রাস পাবে। তাই প্রধানমন্ত্রী ভারতবর্ষকে রিনোভেল এনার্জির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাকে বিশ্বের তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর জন্য বিকশিত ভারতের সংকল্প গ্রহণ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর বিকশিত সংকল্প সামনে রেখে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার।