Saturday, March 15, 2025
বাড়িরাজ্যফুটপাত দখল মুক্ত করতে অভিযানের নামলো ট্রাফিক এবং আগরতলা পুর নিগম

ফুটপাত দখল মুক্ত করতে অভিযানের নামলো ট্রাফিক এবং আগরতলা পুর নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : শহরের ফুটপাত দখল করে বসে আছে বহু অসাধু ব্যবসায়ী। মানুষ রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে না পেরে সরাসরি রাস্তায় নেমে আসছে। ফলে শহরে বাড়ছে যানজট। অবশেষে ফুটপাত দখল মুক্ত করতে ময়দানে সরাসরি নামলেন ট্রাফিক এসপি মানিক দাস এবং আগরতলা পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এদিন কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজারের নেতাজি চৌমুহনী পর্যন্ত অভিযান চালায়। ট্রাফিক এবং এএমসি কমিশনার বেআইনি পার্কিং এবং ফুটপাত দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের তেমন কোন জরিমানা না করলেও কিছু সরঞ্জাম আটক করেছে।

তবে এদিন লক্ষ্য করা গেছে রাস্তার পাশে থাকা ব্যবসায়ীরা দোকানের বাইরেও সরঞ্জাম রেখে মানুষের যাতায়াতের পথ আটকে রেখেছে। এ সমস্যাটি আগরতলা শহরের কোন নতুন বিষয় নয়। দীর্ঘদিন ধরে শহরের মধ্যে এটি একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দোকানে বাইরে সরঞ্জাম রাখার ফলে যাতায়াত করা মুশকিল হয়ে পড়ছে সাধারণ মানুষের। মানুষ নিরুপায় হয়ে রাস্তায় নেমে যানবাহন আটকে পথ দিয়ে চলাচল করছে। ফলে একদিকে যেমন রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে অপরদিকে জীবন ঝুঁকিতে পড়ছে বলে স্বীকার করে নিয়েছেন ট্রাফিক এসপি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন পরপর লোক দেখানো অভিযান চালিয়ে সবকিছুই সামলে নেওয়া হচ্ছে। অথচ ভুক্তভোগী মানুষ। আগরতলা শহরের প্রধান বাণিজ্যিক এলাকা লেক চৌমুহনী, মোটর স্ট্যান্ড, চিত্তরঞ্জন রোড, কামান চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি সহ মহারাজগঞ্জ বাজারে এধরনের অরাজকতা সৃষ্টি হয়ে আছে। এবং এই প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা পর্যন্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। কারণ সবটাই ভোট ব্যাংকের সাথে যুক্ত। তাই বলে ক্ষুধ্য ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে শহরে লোক দেখানো অভিযান রীতিমতো পুরনো স্টাইল। তবে নিগমবাসীর পক্ষ থেকে দাবি উঠতে শুরু করেছে স্মার্ট সিটি শুধুমাত্র যাতে ভাষনে সীমাবদ্ধ না থেকে বাস্তবে প্রতিফলন ঘটে। তার জন্য শহরে যানজট মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করার দাবি নিগমবাসীর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য