Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে সরাতে হবে ভুয়ো কলার আইডি তৈরির অ্যাপ!

ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে সরাতে হবে ভুয়ো কলার আইডি তৈরির অ্যাপ!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্সের মতো সমাজমাধ্যমগুলি থেকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে সমস্ত রকমের ভুয়ো পরিচয় তৈরির অ্যাপ। সাইবার অপরাধ বন্ধ করার লক্ষ্যে সমাজমাধ্যমগুলিকে এমনটাই নির্দেশ দিল কেন্দ্র।

কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের তরফে বলা হয়েছে, জালিয়াতি করে ভুয়ো গ্রাহক পরিচয় বানানো টেলিকম আইনের বিরোধী। এই আইন লঙ্ঘন করলে তিন বছরের কারাদণ্ড এবং সর্বাধিক ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রযুক্তির সাহায্যে ভুয়ো পরিচয় বানানোর এই পদ্ধতিকে ‘কলার আইডি স্পুফিং’ বলা হয়। এতে কেউ কলার আইডি পাল্টে ফেলতে পারেন। তাতে ওই নম্বর থেকে ফোন করা হলে নিজের আসল নামের পরিবর্তে ভুয়ো পরিচয়টি দেখায়। এই পদ্ধতিতেই নানা সাইবার প্রতারণার ঘটনা ঘটান জালিয়াতেরা।

এ ভাবে ভুয়ো ‘কলার আইডি’ বানানোর অনেক অ্যাপও রয়েছে, যেগুলি ওয়েব দুনিয়ায় সহজলভ্য। ওই অ্যাপগুলি ব্যবহার করে যে কেউ পাল্টে ফেলতে পারেন নিজের পরিচয়। এ বার সাইবার প্রতারণা রুখতে ওই অ্যাপগুলির ব্যবহারেই রাশ টানতে চাইছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘সিএলআই, আইপি অ্যাড্রেস কিংবা আইএমইআই নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য বদলে ফেলা যায় এমন যে কোনও অ্যাপের ব্যবহার টেলিকম আইন, ২০২৩-এর বিরোধী। এই ধরনের অ্যাপগুলি অপরাধীদের বিভিন্ন ধরনের সাইবার জালিয়াতিতে উৎসাহ দিচ্ছে। তাই সমস্ত সমাজমাধ্যম এবং অ্যাপ হোস্টিং মাধ্যমগুলি থেকে এই ধরনের অ্যাপগুলি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।’’

সম্প্রতি সাইবার প্রতারণার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। কখনও ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে, কখনও ভুয়ো পরিচয়ে কিংবা পরিচিতের কণ্ঠ নকল করে ফোন করে, কখনও আবার অচেনা লিঙ্কের মাধ্যমে রোজ বহু মানুষকে ফাঁদে ফেলছেন অপরাধীরা। তাই কেন্দ্রের নির্দেশ, যত দ্রুত সম্ভব এই ধরনের সমস্ত অ্যাপ সরিয়ে ফেলতে হবে। তার পর আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য