স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করল প্রমিলা বাহিনী। ঘটনা কচুছড়া – আমবাসা সড়কে। অভিযোগ আমবাসা বিধানসভার অধীনে দক্ষিণ কচুছড়ার দেববর্মা পাড়ার জলে মেশিন অধিকাংশ সময় বিকল হয়ে পড়ে। যার ফলে এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দেয়। এলাকা বাসীর পক্ষ থেকে বিষয়টি একাধিক বার কতৃপক্ষের নজরে আনা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
স্থানীয় নেতৃত্বরা এই সমস্যার বিষয়ে অবগত রয়েছেন তারপরও কোন হেলদোল নেই। অবশেষে বাধ্য হয়ে সোমবার সকালে কচুছড়া আমবাসা সড়ক অবরোধ করে প্রমীলা বাহিনী। তাদের দাবি দ্রুত মেশিন মেরামত করে জলের পরিষেবা পৌঁছে দিতে হবে। এদিকে অবরোধের খবর পেয়ে ছুটে আসে কচুছড়া থানার পুলিশ। তবে বেলা বারোটা বাজতে চলছে কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের কোন আধিকারিক অবরোধ স্থলে পৌঁছায় নি ফলে চার ঘণ্টা যাবৎ অবরোধ চলছে।