Saturday, March 15, 2025
বাড়িরাজ্যতপশিলি অংশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার বদ্ধপরিকর : সুধাংশু

তপশিলি অংশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার বদ্ধপরিকর : সুধাংশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডঃ বি আর আম্বেদকর স্বর্ণপদক ও মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানের শুরুতে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়কা মিনারানী সরকার।

মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অধিকারী ও পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণী এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের পুরস্কার বিতরণের মূল উদ্দেশ্য হলো যাতে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়ে। তারা যাতে ভালো করে পড়াশোনা করে আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারে। মন্ত্রী আরো বলেন, ত্রিপুরা তপশিলি জাতি অংশের ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।

এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাদের বিভিন্ন সুবিধা প্রদান করে চলেছে দপ্তর। কোন ছাত্রছাত্রী যদি চায় যে সে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করবে তাহলেও তাকে দপ্তর থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। যদি কোন ছাত্র বা ছাত্রীর মেডিকেল পড়ার জন্য কলেজে ভর্তি হয় তাহলে তাকে প্রতিবছর ৪ লক্ষ টাকা করে ৫ বছর কোর্স চলাকালীন পর্যন্ত কুড়ি লক্ষ টাকা এবং এককালীন এক লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি বছরে হোস্টেল ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। এ ধরনের সুবিধা দিয়ে তপশিলি অংশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। এমনটাই জানান মন্ত্রী সুধাংশু দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য