স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : ধৈর্যের বাইরে গিয়ে পানীয় জলের দাবিতে ২০৮ নং জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী। ঘটনা কৈলাশহর ডলুছড়া এলাকায়। জানা যায়, কৈলাসহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় অবস্থিত ডলুছড়া এলাকা। এই ডলুছড়া এলাকায় প্রায় সত্তর পরিবারের বসবাস রয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। গ্রামে পানীয় জলের জন্য ডিপ টিউবওয়েল, পাম্প মেশিন কিংবা রিং ওয়েল কিংবা পাকা কুয়ো পর্যন্ত নেই। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহ করা হয় না।
মাঝে মধ্যে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হলেও তাও খুবই অল্প পরিমানে পানীয় জল দেওয়া হয়। তাছাড়াও মাঝে মধ্যে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল দেওয়া হলেও প্রতিদিন জল না দিয়ে সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একবার করে দেওয়া হয় বলে গ্রামবাসীরা জানান। গ্রামবাসীরা পানীয়জলের স্থায়ী সমাধানের জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দফায় দফায় জানানোর পরও আজ অব্দি কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলেও জানান গ্রামবাসীরা। যার ফলে ডলুছড়া গ্রামে পানীয় জলের তীব্র সংকট চলছে। গ্রামে একটি ছড়া রয়েছে, সেই ছড়ার নোংরা জল দিয়েই গ্রামবাসীরা স্নান করে থাকেন এবং বাধ্য হয়ে সেই ছড়ার নোংরা জলই পান করে থাকেন। ইদানীং ছড়ার জলও শুকিয়ে যাওয়ায় গ্রামে জলের হাহাকার শুরু হয়েছে। তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে শনিবার দুপুরে কৈলাসহর-ধর্মনগর যাবার জাতীয় সড়কটি তথা এন.এইচ ২০৮ রাস্তাটি ডলুছড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। রাস্তা অবরোধের খবর পেয়ে পানীয়জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র বিশ্বাস সহ আরও অন্যান্য আধিকারিকরা অবরোধস্থলে হাজির হন। গ্রামবাসীদের কাছ থেকে অভাব অভিযোগ শোনার পর দপ্তরের আধিকারিকরা জানান যে, আধ ঘন্টার মধ্যে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল এনে সবাইকে দেওয়া হবে এবং প্রতিদিন দুবেলা করে পানীয়জল গ্রামে সরবরাহ করা হবে বলে জানান। আধিকারিকদের এই আশ্বাস পাবার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। পরবর্তী সময়ে দপ্তরের গাড়ি নির্দিষ্ট সময়ের আগেই গ্রামে এসে পানীয়জল সরবরাহ করে। তবে, দপ্তরের খামখেয়ালিপনার জন্যই গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয়না বলেও গ্রামবাসীরা অভিযোগ করেছেন।