স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : কমলাসাগর দেবীপুর স্কুলের সামনে মৌমাছির কামড়ে আহত স্কুল পড়ুয়া সহ ৯ জন। জানা যায় শনিবার সকালে কমলাসাগর দেবীপুর স্কুলের সামনে মৌমাছির দল আক্রমণ চালায় স্কুলের ছাত্রছাত্রী সহ পথ চলতি মানুষের উপর। এতে আহত হয় মোট ৯ জন।
আহতদের মধ্যে একজন গুরুতর ভাবে আহত হন। গুরুতর আহত সুখেন শিবকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মধুপুর প্রাথমিক হাসপাতালে। বর্তমানে তিনি মধুপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন। আহত সুখেন শীব জানান রাবার বাগানে যাওয়ার সময় দেবীপুর স্কুলের সামনে মৌমাছি ওনার উপর আক্রমণ চালায়।