স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : আনুমানিক ৬ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ একটি বাইক উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার ওসি জানান ওনাদের নিকট শুক্রবার রাতে গোপন সংবাদ আসে TR-07D-9460 নাম্বারের বাইকে করে নেশা সামগ্রী মেলাঘর থেকে সোনামুড়ার দিকে পাচার করা হবে। এই সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ মধুবন নাকা পয়েন্টে উৎ পেতে বসে।
পুলিশ লক্ষ্য করে বাইকটি আসছে। পুলিশ যথারীতি বাইকটিকে দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয়। তখনই বাইক চালক কিছুটা দূরে বাইকটিকে দাঁড় করিয়ে রেখে পালিয়ে যায়। বাইকে একটি ব্যাগ ছিল। পরবর্তী সময় ডিসিএম সোনামুড়ার উপস্থিতিতে ব্যাগটিতে তল্লাশি চালানো হয়। ব্যাগ থেকে উদ্ধার হয় ৭ প্যাকেটে ৮৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। বাইক চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হবে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।