স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : চুরি যাওয়া বাইক সহ চোরকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। গত ১২ ফেব্রুয়ারি এমবিবি ক্লাব সংলগ্ন অনির্বাণ দাসের বাড়ি থেকে চুরি যায় একটি বাইক। তারপর পূর্ব আগরতলা থানায় যথারীতি মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশ। পুলিশ বাইপাস সংলগ্ন এলাকা থেকে শুক্রবার রাতে অভিযুক্ত চোর সুমন দাসকে আটক করেছে।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইক সহ আরো একটি বাইক। তার বাড়ি মহেশখলা এলাকায়। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত সুমন দাস এ ধরনের অপরাধমূলক ঘটনার সাথেই সব সময় জড়িত থাকে। তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা তার সাথে জড়িত আরো অনেকে। আটক হওয়া দুটি বাইকের নম্বর টি আর ০১ কিউ ৬৪৬৫ এবং টি আর ০১ জেট ৫৭২৮ ।