স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আগরতলার মধ্যে একাডেমিক, গবেষণা সহযোগিতা এবং ছাত্র বিনিময় প্রোগ্রামের জন্য মৌ-স্বাক্ষরিত হয়। শুক্রবার ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই মৌ স্বাক্ষরিত হয়।
উপস্থিত ছিলেন ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের অধিকর্তা এইচ কে প্রতিহারি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওয়াই পি সিং সহ অন্যান্যরা। ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওয়াই পি সিং অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আগরতলার মধ্যে এইদিন মৌ স্বাক্ষরিত হয়েছে। তিনি এইদিন বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন প্রমানের অভাবে অনেক সময় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। সন্দেহের মধ্যে থেকে কোন ধরনের বিচার বা রায় দেওয়া যায় না। তাই বিচার প্রক্রিয়ায় ফরেনসিক-এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।