স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : সম্প্রতি সরকারের সাথেই নীতি আদর্শ খাপ খাইছে না শাসক দলের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের। ধর্মনগরে প্রকাশ্যে ভারতীয় জনতা পার্টির সাথে ভারতীয় মজদুর সংঘের লড়াই হয়েছে। দলীয় কার্যালয় ভাঙচুর থেকে শুরু করে নেতৃত্বদের বাড়িঘর পর্যন্ত লুট হয়েছে। এরই মধ্যে ভারতীয় মজদুর সংঘ সমর্থিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ শুক্রবার অভিযোগ তুলেছে তাদের শ্রমিকরা দীর্ঘদিন ধরে লাঞ্ছনা, বঞ্চনা এবং অপমানের শিকার হচ্ছে। এদিন খেজুর বাগান স্থিত প্রাকৃতিক গ্যাসের অফিসে গণ ডেপুটেশন দিয়ে বিক্ষোভ দেখায়।
তারা বলেন, ৬ দফা দাবিতে আগামী ১৭ ফেব্রুয়ারি ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। দাবিগুলি মূলত, ডি এস এম -দের বেতনক্রমের মান বৃদ্ধি করা, সম কাজের জন্য সমবেতন পরিকাঠামো নির্ধারণ করা, শ্রমিকদের দক্ষতা এবং পদবী অনুসারে পর্যালোচনার মাধ্যমে বেতন স্কেল বৃদ্ধি করা। দাবিগুলো যদি দ্রুত পূরণ না হলে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য হবে। এরই জানান দিতে শুক্রবার এ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, সরকার যদি অবিলম্বে দাবি পূরণের ব্যবস্থা নেয় তাহলে তারা ১৭ ফেব্রুয়ারি কর্মবিরোধী করবে না।