স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : দেশের মোট জনসংখ্যার তিন ভাগের দুই ভাগ কৃষিজীবি ও শ্রমজীবি অংশের মানুষ। এবং দেশের অর্থনীতি কৃষি ও শ্রম নির্ভর। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ভয়ঙ্কর ভাবে হ্রাস পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় পরিস্থিতি ও রাজ্যের পরিস্থিতির নিরিখে বেশ কিছু দাবি ঠিক করা হয়েছে।
রাজ্যের কৃষক শ্রমিকদের সংগঠিত করে আন্দোলন সংগঠিত করা হবে। শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি আরও বলেন বিজেপি সরকারের সময় শ্রমিক, কৃষক, বেকার যুবক যুবতীরা বঞ্চিত। তাই বিজেপি শাসনের অবসান ঘটাতে হবে। তাই প্রদেশ কংগ্রেস তার বিভিন্ন সংগঠন গুলিকে ক্রমশ আন্দোলন মুখি করে তুলছে। তারই অঙ্গ হিসাবে ১৬ ফেব্রুয়ারি অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তেলিয়ামুড়াতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।