Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যভাইয়ের হাতে ভাই খুন

ভাইয়ের হাতে ভাই খুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : বড় ভাইয়ের ছুরির আঘাতে মৃত্যু ছোট ভাইয়ের। ঘটনা রহিমপুর পূর্বপাড়া এলাকায়। বড় ভাই ঈমান হোসেনের ছুরি আঘাতে মৃত্যু ছোটভাই আমির হোসেনের, ঘটনা শুক্রবার সকালে রহিমপুর পূর্ব পাড়া ৫ নং ওয়ার্ড এলাকায়। বর্তমানে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে মৃত দেহ। জানা যায় পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছে। এ ঝামেলা ঘিরে শুক্রবার সকালে বড় ভাই ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে।

রক্তাক্ত অবস্থায় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট ভাই আমির হোসেন। আমির হোসেনের বয়স ২৮ বছর। ঘটনার মূল অভিযুক্ত বড় ভাই ঈমান হোসেনের দিকে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তদন্তে নেমেছে। তবে যতটুকু খবর বড় ভাই অভিযুক্ত ইমাম হোসেন পলাতক। পরিবারের লোকদের কাছ থেকে জানা যায়, শুক্রবার সকালবেলা অভিযুক্তরা আমিরের বাড়িতে গিয়ে আক্রমণ করে। পরে আমির হোসেন বাঁচার জন্য ঘর থেকে কোনরকমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ দৌড়ানোর পর মাটিতে পড়ে যাওয়াতে বড় ভাই ইমন হোসেন তার ছেলে মিলে তাকে প্রথমে মারধর করে, পরে ছুরির আঘাতেই তার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের কত দ্রুত জালে তুলতে সক্ষম হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য