স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : রাজধানীর ধলেশ্বর ১১ নং রোডের মুখে আসাম-আগরতলা জাতীয় সড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় রাস্তার পাশের ড্রেইনে পড়ল টমটম। জানা যায় শুক্রবার সকালে TR-01AU-0341 নাম্বারের একটি গাড়ি দ্রুত গতিতে এসে একটি টমটমের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে টমটমটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাসের ড্রেইনে পড়ে যায়।
এতে আহত হয় টমটম চালক সহ টমটমে থাকা দুই যাত্রী। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী জানান টমটমটি রাস্তার পাশে দাড়িয়ে যাত্রী তুলছিল। সেই সময় TR-01AU-0341 নাম্বারের গাড়িটি পিছন থেকে এসে সজোরে টমটমে ধাক্কা মারে। এতে টমটমটি রাস্তার পাসের ড্রেইনে পড়ে যায়।