স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : নাবালিকা অপহরণ ও ধর্ষণের দায়ে রাজু দাস নামে এক ব্যক্তিকে ২০ বছরের সাজা ঘোষণা করল বিলোনিয়ার জেলা ও দায়রা আদালত। ঘটনাটি ঘটে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পি.আর বাড়ি থানার অন্তর্গত চোত্তাখোলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি নাবালিকা চোত্তাখোলা বাজারে উৎসবে যায়।
সকলের নজর এড়িয়ে রাজু দাস নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। নাবালিকার পরিবারের লোকজন নাবালিকাকে খুঁজে না পেয়ে পিআর বাড়ি থানায় অভিযোগ দায়ের করে। পি.আর বাড়ি থানা থেকে মামলাটি বিলোনিয়া মহিলা থানায় পাঠিয়ে দেয়। বিলোনিয়া মহিলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে নাবালিকাকে উদ্ধার করে। একই সাথে গ্রেপ্তার করে রাজু দাসকে। পরবর্তী সময় মামলার তদন্তকারি অফিসার ঘটনার তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। তারপর আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় মোট ১৮ জন সাক্ষির সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। বৃহস্পতিবার আদালত রাজু শাসকে দোষী সাব্যস্ত করে পক্সো আইনের ৬ ধারায় ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করে। আদালতের এই রায়ের বিষয়ে জানান স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।