স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে বিরল প্রজাতির পাখি উদ্ধারে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ায়। পানিসাগর নগর পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির পাখিটি। পাখিটি প্রথমে বাড়ির লোকজন প্রত্যক্ষ করলে খবর দেন পানিসাগর বন দপ্তরের।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অ্যানিমেল এইড অ্যালায়েন্স নামক একটি সামাজিক সংস্থা। এদিকে অ্যানিমেল এইড অ্যালায়েন্স সামাজিক সংস্কার সদস্য সন্দীপ মালাকার জানান, তারা বিভিন্ন ধরনের পশু পাখিদের উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। উদ্ধারকৃত পাখিটি ঈগল জাতীয় পাখি। তবে পাখিটি অপ্রাপ্ত বয়স্ক। সাথে পাখিটি আহত অবস্থায় রয়েছে। তারা পাখিটিকে পশু চিকিৎসক দ্বারা চিকিৎসা করে বন দপ্তরের হাতে হস্তান্তর করবেন।খুব সম্ভবত পাখিটিকে পানিসাগর রৌয়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।