স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : আগরতলা শহরে যানজট নিত্যদিনের সমস্যা। প্রশাসনিক দুর্বলতার কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যানজট। বিভিন্ন সময় লক্ষ্য করা যায় শহরে যত্রতত্রভাবে গাড়ি এবং দ্বীচক্র যান নো পার্কিং জোনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এর জন্য শুধু অসচেতন সাধারণ নাগরিক নয়, অসচেতন রয়েছে বিভিন্ন সরকারি অফিসের বাবুরা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। শহরের মধ্যে তারা বের হলে মূল সড়কে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রাখে, বিষয়টি ট্রাফিক পুলিশ না দেখার ভ্যান করে দূরে সরে থাকে। এ ধরনের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কেউ মুখ খোলারও সাহস পায় না।
অপরদিকে সন্ধ্যার পর শহরের মধ্যে রাস্তার পাশে থাকা বিভিন্ন ফাস্ট ফুডের দোকানের সামনে বেআইনিভাবে গাড়ি বাইক দাঁড় করে খাবার ক্রয় করতে দেখা যায় বহু সচেতন ব্যক্তিকে। প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কড়াকড়ি নেই বলেই চলে। শুধুমাত্র সকাল ১০ টা থেকে বারোটা পর্যন্ত আগরতলা শহরে নিয়ম রক্ষা করতে ট্রাফিক কর্মীরা সজাগ থাকে। তারপর সবকিছুকে কেল্লাফতে চলে যায়। যেখানে খুশি সেখানেই গাড়ি বাইক দাঁড় করিয়ে অসচেতন নাগরিক সকলকে যানজট পবন এলাকা বানিয়ে ফেলছে। এক কথায় আগরতলা শহর যানজট মুক্ত করতে শুধু নাগরিক সচেতন হলেই চলবে না, সচেতন হতে হবে আমলা বাবুদের।
এবং একই সাথে শহরে সন্ধ্যার পর ফাস্টফুডের দোকানের সামনে বেআইনিভাবে গাড়ি ও বাইক পার্কিং করা হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে ট্রাফিক প্রশাসনকে। এদিকে গুরুত্ব না দিয়ে যদি দশটা থেকে বারোটা পর্যন্ত শহরে অভিযান চলে তাহলে কাজের কাজ কিছুই হবে না। বুধবার আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ এবং আগরতলা পুর নিগমের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এক ট্রাফিক আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, নো পার্কিং জোনে যারা গাড়ি কিংবা বাইক রাখছিল তাদের জরিমানা করা হয়েছে। অপরদিকে যারা মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি বা বাইক ড্রাইভ করছিল তাদেরও জরিমানা করা হয়েছে।