স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : শনিবার উদয়পুর কংগ্রেস ভবনের আগামী দিনে ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা করতে যান এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। সেখান থেকে ফেরার পথে দুষ্কৃতিকারীদের দ্বারা বাগমা এলাকা আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ।
এদিন বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এর তীব্র নিন্দা জানান এন এস ইউ আই -র সম্পাদক শিবু সেন। আর বলেন সেদিন ফেরার সময় পুলিশের সামনে দুস্কৃতিকারীরা অশ্লীল ভাষায় সম্রাট রায়কে গালিগালাজ করেছে। এবং ইটপাটকেল ছুড়ে। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে এন এস ইউ আই -র পক্ষ থেকে।