স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : নতুন রোগে আক্রান্ত হয়ে চলছে একের পর এক গবাদি পশুর মৃত্যুর মিছিল। অসহায় গোপালকেরা চাইছে বিশেষজ্ঞ গবাদি পশুর চিকিৎসক দিয়ে এলাকায় একটি বিশেষ শিবিরের ব্যবস্থা করার জন্য। যাতে করে গবাদি পশুর মৃত্যুর মিছিল বন্ধ করা যায়। ঘটনা চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়।
এলাকায় রয়েছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের চড়িলাম প্রাণী চিকিৎসালয়। এই চিকিৎসালয়ের পাশেই চলছে প্রতিটি গোপালকের বাড়িতে গবাদি পশুর মৃত্যুর মিছিল। নতুন ধরনের একটি রোগ এসেছে গবাদি পশুর। যার নাম চিকিৎসকদের ভাষায় লাম্পিং। দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকার গোপালক সুশীল পোদ্দার, আপন পোদ্দার, শেফালী পোদ্দার, প্রবীর পোদ্দার, নিয়তি পোদ্দার, গোপাল পোদ্দার, চন্দন দত্ত, বিমল পোদ্দার, সমীর পোদ্দার এবং জ্যোৎস্না শুক্লা দাস প্রত্যেকের বাড়িতে লাম্পিং রোগে আক্রান্ত তাদের গবাদি পশুগুলি। এর মধ্যে বেশ কয়েকজনের গবাদি পশুর মৃত্যু হয়েছে। নতুন রোগে গবাদি পশুর দুটি পা ফুলে অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়।