স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : চড়িলামের মনু ফকির দরগা সংলগ্ন জাতীয় সড়কে বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে আহত হল তিনজন। জানা যায় TR-01AA-0611 নাম্বারের গাড়িটি দ্রুত গতিতে উদয়পুরের দিক থেকে আগরতলার দিকে যাচ্ছিল। অপরদিকে বাইকটি বিশালগড় থেকে বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিল। চড়িলামের মনু ফকির দরগা সংলগ্ন জাতীয় সড়কে বাইক ও গাড়িটির মধ্যে সংঘর্ষ ঘটে।
এতে দুই বাইক আরোহী সহ মোট ৩ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেয়। আহতরা হল দেবাশীষ রিয়াং, উপেন্দ্র দেববর্মা ও মধুমিতা দেববর্মা। এইদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এক পুলিশ অফিসার জানান TR-01AA-0611 নাম্বারের গাড়িটির গতি বেশি থাকার কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।