Saturday, March 15, 2025
বাড়িরাজ্য১৫ দিন বয়সী শিশুর সফল জটিল অস্ত্রপচার

১৫ দিন বয়সী শিশুর সফল জটিল অস্ত্রপচার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : হাঁপানিয়া হাসপাতালে ১৫ দিন বয়সী শিশুর সফল জটিল অস্ত্রপচার। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাকের নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এই সফল জটিল অস্ত্র পচার করে।

ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান ১৫ দিন বয়সী শিশুটিকে জিবি থেকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। শিশুটির মল দ্বারের পাশে জন্মগত বিশালাকার একটি টিউমার ছিল। হাপানিয়া হাসপাতালে শিশুটিকে ভর্তি করার পর দুই দিনের মধ্যে অস্ত্র পচার করা হয়। এই অস্ত্র পচার করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। এই অপারেশন করা চেলেঞ্জিং বিষয় ছিল। কারন শিশুটির ওজন খুবই কম ছিল। টিউমারটির ওজন ছিল ১০০ গ্রাম। হাপানিয়া হাসপাতালের শিশু বিভাগের নার্স ও চিকিৎসকদের সকলের সহযোগিতায় এই অস্ত্র পচার সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য