স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : চুরি যাওয়া সামগ্রী সহ ৬ জনকে গ্রেফতার করল এন সি সি থানার পুলিশ। বৃহস্পতিবার আগরতলার ক্যাপিটেল কমপ্লেক্স স্থিত এন সি সি থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এস ডি পি ও সুব্রত বর্মন জানান, গত ১১ ফেব্রুয়ারি পুরানো সি বি আই ক্যাম্প অফিস থেকে একটি চুরির মামলা হয়। এই বিষয়ে সি বি আই অফিসের ইন্সপেক্টর এনসিসি থানায় মামলা করেন।
পুলিশ মামাল নিয়ে একটি টিম গঠন করে তদন্ত শুরু করে। তারপর এন সি সি থানার ওসি ও অভয়নগর ফাঁড়ির ওসি শ্যামলী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদের মধ্যে প্রথমে বিপ্লব দেববর্মা এবং রাজু ভৌমিক নামে দুজনকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আটটি স্টিল আলমারি, সাতটি দরজা, চারটি জানালা, একটি গিজার এবং চারটি চেয়ার উদ্ধার করা হয়েছে। তাদের সকালের বাড়ি শ্যামলী বাজার এবং খেজুর বাগান এলাকায়। তাদের মধ্যে অনেকে রয়েছে নেশা কারবারি। আবার কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন চুরির মামলা রয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে পুলিশ নির্মাণ চেয়ে তোলা হয় বলে জানান এস ডি পি ও।