স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : রাতের আধারে এক কৃষকের ১০ কানি রাবার বাগান পুড়িয়ে দিলো দুষ্কৃতিকারীরা। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন বড়জালা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বর্তমানে চলছে শুখা মরসুম আর শুখা মরশুমে রাবার গাছের সমস্ত পাতা ঝরে যায়। ঝরে যাওয়ার রাবার গাছের পাতা এতটাই শুকনো থাকে যে একটু আগুন লাগা মাত্রই মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বাগান পুড়ে ছাই হয়ে যায়।
প্রতি বছরই এই শুখা মরসুম আসলে দুষ্কৃতিকারীরা জেগে ওঠে মানুষের রাবার বাগান আগুনে পুড়ে ধ্বংস করে দিতে। ঠিক একইভাবে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বরজলা এলাকার কৃষক অজিত লাল বিশ্বাসের রাবার বাগানে বুধবার রাতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বাগানের মালিক অজিত লাল বিশ্বাসকে এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে রাবার বাগানে দ্রুত ছুটে আসেন মালিক অজিত লাল বিশ্বাস। তবে ওই এলাকায় বেহাল রাস্তার কারণে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে এসে পৌঁছাতে পারেনি তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগেই স্থানীয় এলাকাবাসীরা আগুন আয়ত্তে আনে। তবে ততক্ষণে অজিত লাল বিশ্বাসের ১০ কানি রাবার বাগান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রাবার চাষী জানিয়েছেন এই অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। তবে কারা এই ধরনের ঘটনার সংঘটিত করেছে তাদেরকে খুঁজে বের করতে তদন্ত চালিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। তবে এই ধরনের ঘটনায় অন্যান্য রাবার চাষীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।