স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : বুধবার রাতে চড়িলাম আড়ালিয়া এলাকায় পরকীয়া সন্দেহে এক গৃহবধূ ও যুবককে পেটালো অতুৎসাহীরা। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে যুবক জসিম মিয়াকে থানায় নিয়ে আসেন। গৃহবধূ থানায় মামলা করতে থানায় ছুটে যায়।
গৃহবধূর বক্তব্য রাতের বেলা প্রেমের সাথে ফোনে কথা বলছিলেন। তখন এলাকার কিছু মহিলা এসে মহিলা এবং জসিমকে ধরে বেধড়ক মারধর করে। মহিলা দাবি করেন তার স্বামী এবং সন্তান আছে। তারপরও তাকে এভাবে পেটানো হল। স্থানীয়দের ধারণা মহিলার সাথে জসিমের পরক্রিয়া সম্পর্ক রয়েছে। আগে বহুবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্ক না হওয়ায় তাদের পেটিয়ে তক্তা করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।