Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যকেন্দ্রীয় প্রস্তাবের বিরোধিতা করে বিকল্প প্রস্তাব নিয়ে ময়দানে নামবে বামপন্থী পাঁচটি সংগঠন

কেন্দ্রীয় প্রস্তাবের বিরোধিতা করে বিকল্প প্রস্তাব নিয়ে ময়দানে নামবে বামপন্থী পাঁচটি সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি  :  কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র বিরোধিতা করলো বামফ্রন্ট। মঙ্গলবার সিপিআইএম রাজ্য কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের পাঁচটি দল গুরুতর অভিযোগ তুলে বামফ্রন্টের রাজ্য কমিটির আহবায়ক নারায়ণ কর বলেন দেশে সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে সংসদের অধিবেশন চলছে। এ সময়ে বিদেশ সফরে চলে গেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ১ ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছে সেটা পরিকল্পনাহীন ও দায়সারা বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা এই বাজেটের তীব্র বিরোধিতা করে বামফ্রন্টের পাঁচটি দল। তাই বামফ্রন্টের পাঁচটি দল বাজেটের বিকল্প হিসেবে এবং দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য একটি প্রস্তাব সংসদের ভেতরে এবং বাইরে জনগণের সামনে পেশ করবে। এর মধ্যে অন্যতম বিকল্প প্রস্তাবটি হলো নয়া বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত যে করের ছাড় দেওয়া হয়েছে, সরকার এই ছাড় দেওয়ার অর্থ কোথা থেকে আনবে? এই করের অর্থ সরকার কি কোষাগার থেকে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেন।

সুতরাং এই অর্থরাশি যদি রেগা প্রকল্প, আইসিডিএস প্রকল্প থেকে যায় তাহলে সেটা নিয়ে বামপন্থী পাঁচটি সংগঠনের আপত্তি রয়েছে। কারণ এই অর্থরাশি দিয়ে দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, দেশের পরিকাঠামো গড়ে ওঠে এবং শিল্প গড়ে উঠবে। আরো অভিযোগ তুলে বলেন, বাজেটে কৃষকদের জন্য একটাকাও অধিক বরাদ্দ করা হয়নি। বরং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা থেকেও বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তার উপর আগরতলা শহরের কৃষকদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা কথা বলছে বলে অভিযোগ তোলেন। তাই বিকল্প প্রস্তাবে কৃষকদের জন্য উল্লেখ রয়েছে। একই সাথে গ্রাম উন্নয়নের বরাদ্দ কমিয়ে দিয়েছে সরকার নয়া প্রস্তাবিত বাজেটে। তাই বামপন্থী সংগঠন বিকল্প প্রস্তাব আনতে বাধ্য হয়েছে বলে জানান। এ বিষয়ে দেশবাসীকে সচেতন করার জন্য উদ্যোগ নেওয়া হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বামফ্রন্টের পাঁচটি সংগঠনের নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য