Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যমন্ত্রিসভার দু'বছর হতে চলেছে, সময় কম কাজ বেশি, প্রতিদিন মনে হয় অনেক...

মন্ত্রিসভার দু’বছর হতে চলেছে, সময় কম কাজ বেশি, প্রতিদিন মনে হয় অনেক সময় চলে গেছে : ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : রবিবার নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার ৫৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপর তিনি বক্তব্য রেখে বলেন, মন্ত্রিসভার দু’বছর চলে গেছে। প্রতিদিন মনে হয় যেন অনেক সময় অতিক্রম হয়ে গেছে। তাই সময় কম কাজ বেশি। এ কথা মাথায় রেখে ইঞ্জিনিয়ারদের রাস্তা সংস্কার, ড্রেইন সংস্করণ, পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থার জন্য জনগণের স্বার্থে কাজ করতে হবে।

মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, আগরতলা শহরের ভিআইপিরা থাকেন, তাই কোন রকম উন্নয়নমূলক কাজ হলে সেগুলি সঠিকভাবে হয়। কিন্তু লক্ষ্য করা যায় আগরতলা শহরের বাইরে কোন জায়গায় যখন বড় কোন বিল্ডিং উদ্বোধন হয় তখন দেখা যায় এর মধ্যে বাথরুম সহ অন্যান্য কাজকর্ম অত্যন্ত নিম্নমানের হয়েছে। সাথে সাথে মুখ্য সচিবের সাথে কথা বলে জানতে চাওয়া হয় কোন ঠিকাদার এই কাজ করেছে। অর্থাৎ অর্থ ব্যয় হলেও সে অনুযায়ী কাজ করছে না। সুতরাং যে কাজটাই হচ্ছে সেটা যাতে নিখুঁতভাবে হয় তার জন্য ইঞ্জিনিয়ারদের দায়িত্ব নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত আছে।

আইনশৃঙ্খলার দিকে দেশের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। শুক্রবার এবং শনিবার আগরতলা এক বেসরকারি হোটেলে বিনিয়োগকারীদের নিয়ে ইন্ডাস্ট্রি সামিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ৮৭ জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন। তারা ৩,৭০০ কোটি টাকার মৌ স্বাক্ষর করেছেন। কিন্তু তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার রাজ্য সরকারের করতে হবে। সুতরাং এই দায়িত্ব ইঞ্জিনিয়ারদের বলে দাবি করলে মুখ্যমন্ত্রী। আরো বলেন সরকার গত বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর জন্য সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যের ভবিষ্যৎ এবং উন্নয়নের কান্ডারী হল ইঞ্জিনিয়াররা। এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের কোন ঠাসা করতে বলেন, নিন্দুকেরা বসে আছে সমালোচনা করার জন্য। তারা মানুষের সুখে দুঃখী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য