স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার মহাকুম্ভে আস্থার ডুব দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আঁটসাট নিরাপত্তায় সোম সকালে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। রাষ্ট্রপতির পুণ্যস্নানের সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মহাকুম্ভে ডুব দিতে রবিবারই উত্তরপ্রদেশ পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। এরপর সোমবার সকালে কুম্ভের উদ্দেশে রওনা দেন দ্রৌপদী। তাঁর আগমন উপলক্ষে বিশেষ ব্যবস্থা করা হয় যোগী সরকারের তরফে। গোটা এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তারক্ষীতে। নদীতে ভেসেলে চড়ে রাষ্ট্রপতি যান ত্রিবেণী সঙ্গমের নির্ধারিত ঘাটে। এই যাত্রাপথের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে গঙ্গায় পরিযায়ী পাখিদের খাবার খেতে দিচ্ছেন রাষ্ট্রপতি। এরপর তাঁর স্নানের জন্য নির্ধারিত ঘাটে সিঁড়ি বেয়ে নেমে সঙ্গমে ডুব দেন রাষ্ট্রপতি।
স্নান সেরে এদিন হনুমান মন্দিরে পুজো দেন দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, এদিন প্রায় ৮ ঘণ্টা প্রয়াগরাজে কাটাবেন তিনি। পুণ্যার্থীরা কুম্ভমেলায় অভিজ্ঞতা লাভ করছেন তা ভার্চুয়াল পদ্ধতিতে ঘুরে দেখবেন। প্রসঙ্গত, রাষ্ট্রপতির পাশাপাশি এদিন মহাকুম্ভে স্নান করেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। এর আগে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ সরকার ও প্রশাসনের একাধিক পদাধিকারিরা।