স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক। ঘটনা বিশালগড় নদীলাক এলাকায়। ঘটনার পর পালিয়ে যায় গাড়িটি। দমকল কর্মী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক বাইক আরোহী।
আহতের নাম শামসু মিয়া। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। আহত বাইক চালকের কাছ থেকে স্থানীয়রা জানতে পারে TR 01 N 5591 নম্বরের বাইকে করে বাড়িতে যাওয়ার সময় একটি দ্রুতগামী বোলেরো গাড়ি ধাক্কা দেয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িটি।