স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : রাজ্যের বুকে যান সন্ত্রাস অব্যাহত। যান সন্ত্রাস রুখতে ব্যর্থ আরক্ষা প্রশাসন। আর এই যান সন্ত্রাসের কারনে অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রান। রবিবার সকালে যান সন্ত্রাসে প্রান হারাল এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর কাকরি পারের বাসিন্দা সালেমা বেগম, টমটম চালক ইস্ট বটোরসি এলাকার বাসিন্দা সালিক হাকমেদ, ইস্ট বটোরসি বাসিন্দা জয়রুন বিবি, বিলতই এলাকার বাসিন্দা চপুয়ারা বেগম এবং ইস্ট বটরশির বাসিন্দা আব্দুল লতিফ TR-05A-2118 নাম্বারের টমটমে করে ধর্মনগর মহকুমার ইচাই লাল ছড়া টুলগাঁও এলাকায় নিকট আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন।
ধর্মনগর কলেজ রোড এলাকায় যাওয়ার পর টমটমের সাথে TR-05G-1812 নাম্বারের একটি মালবাহী গাড়ির সংঘর্ষ ঘটে। এতে টমটমের সামনের অংশ দুমড়ে মুচরে যায়। আহত হয় টমটমে থাকা সকলে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাোহিনীর কর্মীদের খবর দেন। দমকল বাহিনী কর্মীরা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর আব্দুল লতিফকে মৃত ঘোষণা করে দেন। বাকি আহতদের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। দমকল বাহিনীর এক কর্মী জানান টমটম ও মালবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৩ জন। তাদেরকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টমটম ও মালবাহী গাড়িটিকে উদ্ধার করে ধর্মনগর থানায় নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।