স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : আগরতলা স্থিত হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ৩৫ তম ত্রিপুরা শিল্প ও বানিজ্য মেলায় বিগত বছরের মতো এবছরও লংতরাই গুঁড়া মশালার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গণে হয় এই অঙ্কন প্রতিযোগিতা।
এবছর বয়স ভিওিতে ৫ টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ টি বিভাগে বালক ও বালিক উভয় বিভাগে আট শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহন করে বলে জানান লংতরাই গুঁড়া মশলার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ।