স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : বছর পেরোতে ভেঙে যাচ্ছে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত রাস্তা। রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার বিধায়ক থাকাকালীন উনার নিজ বিধানসভা কেন্দ্রের জাঙ্গালিয়া থেকে সুনামগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটিকে অত্যাধুনিক পিচ ঢালাইয় করে তৈরি করেছিলেন। রাস্তার কাজের ঠিকাদার কাগজপত্রে রাজধানীর এক ব্যক্তির নামে হলেও কাজটি করেছিলেন বিশালগড় অফিসটিলা এলাকার জনৈকা শাসক দলীয় নেত্রীর স্বামী।
এই সুবাদে একেবারে নিম্নমানের কাজ করেছিলেন ওই ব্যক্তি। কাজ করার সময় কাজের গুণগত মান নিয়ে নানান প্রশ্নটি ছিল। ধারাবাহিক ভাবে সংবাদ মাধ্যমেও তা প্রকাশ হয়েছিল। এরপরেও তৎকালীন সময়ে পূর্ত দফতরের তরফে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবার বছর না ঘুরতেই রাস্তাটি একেবারে জীর্ণদশায় পরিণত হয়ে যাচ্ছে। ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। স্থানীয়দের অভিযোগ রাস্তা নির্মাণের সময় কাজের গুণগতমান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এলাকাবাসীরা বাধা দিয়েছিল, কিন্তু ঠিকাদার স্বামী তার জনৈকা নেত্রী স্ত্রীর দাপট খাটিয়ে এলাকাবাসীর বাধাকে উপেক্ষা করে জোরপূর্বক ভাবে সেই নিম্নমানের রাস্তাটি নির্মাণ করে। এর ফলশ্রুতিতে এক বছরের মাথায় এই রাস্তার পাথর গুলো উঠে যাচ্ছে। রবিবার সকালে ব্রজপুর এলাকার জনগণ দারস্থ হয় সংবাদমাধ্যমে। তারা আরো বলেন তৎকালীন উপ মুখ্যমন্ত্রী আমলে হয়েছিল এই রাস্তাটি। কিন্তু যারা টেন্ডার পেয়ে এই রাস্তাটি করেছে তারা নিম্নমানের কাজ করে মোটামুটি টাকা খেয়ে শীতঘুমে আচ্ছন্ন। এখন দেখার কবে নাগাদ এই রাস্তাটির হাল ফেরায় পূর্ত দপ্তর।