স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : কদমতলার চল্লিশ দ্রুোন এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। জানা যায় কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কদমতলার চল্লিশ দ্রুোন এলাকায় বিপুল পরিমাণ চোরাই কাঠ মজুত করে রাখা হয়েছে। এই সংবাদের উপর ভিত্তি করে কদমতলা ফরেস্ট বিটের বন কর্মীদের নিয়ে কদমতলার চল্লিশ দ্রুোন এলাকায় অভিযান চালান। বন কর্মীরা অভিযানে নামলে বন দস্যুরা বুলেরো গাড়িতে করে চোরাই কাঠ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু চোরাই কাঠ বোঝাই গাড়িটি কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ক্ষেতে পরে যায়। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে বন দস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর খবর দেওয়া হয় ধর্মনগর মহাকুমার রেঞ্জার সুপ্রিয় দেবনাথকে। তিনি ঘটনাস্থলে যাওয়ার পর চোরাই কাঠ গুলি গাড়িতে করে বন দপ্তরের ধর্মনগর মহকুমা অফিসে নিয়ে যাওয়া হয়। এক সাক্ষাৎকারে রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান এদিনের অভিযানে প্রায় ৭০ ফুটের মতো চোরাই সেগুনের টিম্বার উদ্ধার করেছে বন কর্মীরা। যার কালোবাজারি মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা হবে।