স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিস। জানা যায় রবিবার বিকালে ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার এসপিও ক্যাম্পে কর্মরত কর্মীরা রুটিন তল্লাশির সময় TR-05-0382 নাম্বারের একটি অল্টো গাড়িকে দেখে সন্দেহ হয়।
তখন আনন্দবাজার এসপিও ক্যাম্পের কর্মীরা গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ৪,০০০ ইয়াবা টেবলেট উদ্ধার হয়। একই সাথে আটক করা হয় গাড়িতে থাকা নেশাকারবারি হেলাল মিয়াকে। ধৃত নেশা কারবারির বিরুদ্ধে ধর্মনগর থানায় NDPS ধারায় রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে পুলিশের নিকট ধৃত হেলাল মিয়া জানিয়েছে সে সাখাইবাড়ি এলাকার করিম উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে এই নেশা সামগ্রী গুলি নিয়েছে। এবং সে এই নেশাসামগ্রী নিয়ে কৈলাশহরের উদ্দেশ্যে যাচ্ছিল।