স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ৮ ফেব্রুয়ারি : চার চোর সহ চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণালঙ্কার ও একটি গাড়ি উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান ১ ফেব্রুয়ারি কামার পুকুর পাড় একটি জুয়ালারি দোকানে চুরি হয়েছিল। দোকানের মালিক পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও রাখু দাস নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন ওনার একটি গাড়ি চুরি হয়েছে বলে।
এই দুইটি চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি চোরের দলকে শনাক্ত করে। পরবর্তী সময় বাবুল দত্ত, উত্তম সরকার, জয়নাল হোসেন ও মিঠুন মাদ্রাজি নামে চার জনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জুয়েলারি দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও রাখু দাসের গাড়িটি উদ্ধার করা হয়। শনিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা থানার পুলিশ।