Sunday, March 16, 2025
বাড়িরাজ্য১৬ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন মেয়র

১৬ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক ,  আগরতলা। ৮ ফেব্রুয়ারি : শনিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৬ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন মেয়র তথা এলাকার কর্পোরেটর দীপক মজুমদার। এদিন তিনি রামনগর ৬ নং রাস্তা ও বাণী বিদ্যাপীঠ স্কুল এবং ৬ নং উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের জমিও পরিদর্শন করেন। কারণ রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন থাকে গোটা এলাকা। এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা অভিযোগ আসে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে পারে। কারণ এলাকায় অসামাজিক কাজ সংঘটিত হয়।

তাই এলাকা পরিদর্শন করে সেই জায়গায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন মেয়র। পাশাপাশি এলাকার কিছু ড্রেন সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলি সংস্কারের নির্দেশ দেন মেয়র। শুধু এই ওয়ার্ড নয়, প্রতিটি ওয়ার্ডের ই সমস্যা সমাধান করা হবে পুর নাগরিকদের কিছু সময় দেওয়ার জন্য আহবান রাখেন তিনি। তিনি আরো বলেন, দীর্ঘ বছর ধরে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড এলাকায় বহু কাজ হয়নি। সেই অসম্পূর্ণ কাজ বর্তমান নিগম কর্তৃপক্ষকে করতে হচ্ছে। আগামী দিন গোটা শহর কিভাবে সাজিয়ে তোলা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য