স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৭ ফেব্রুয়ারি : সম্প্রতি প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে ময়দানে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল। কিন্তু এ বাজেট জনকল্যাণমুখী বাজেট বলে দাবি করছে শাসকদল বিজেপি। শুক্রবার আগরতলা শহরে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ এবং কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজদুর সংঘ এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে।
মিছিলে এদিন নেতৃত্ব দিয়েছেন সি.আই.টি.ইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি বলেন, রাজ্যের এবং দেশের বিরোধীরা খারাপ বাজেট দেখেছে, এত খারাপ বাজেট আগে কখনো দেখেনি। কারণ এই বাজেটে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, খাদ্য সরবরাহ, রেগার কাজে অর্থ এবং গ্রাম উন্নয়নে সরকার বরাদ্দ কমিয়ে দিয়েছে। সরকার এভাবে বরাদ্দ কমিয়ে দেওয়ার পেছনে মূলত উদ্দেশ্য হলো দেশের পুঁজিপতিদের স্বার্থে ছাড় দেওয়া। তাই এই বাজেটের তীব্র বিরোধিতা করে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করা হয়েছে। সুতরাং এই বাজেট জন বিরোধী এবং বড়লোক ও একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে বলে দাবি করেন তিনি।