স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৭ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটের শুভেচ্ছা জানিয়ে ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে শুক্রবার এক ধন্যবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। মন্ডল সভাপতি জানান জনগণের স্বার্থে কেন্দ্রীয় সরকার যে বাজেট বেশ করেছে তাতে সারা দেশের মানুষের সাথে উপকৃত হবে রাজ্যের মানুষ। এই বাজেট দেশের কৃষক, মহিলা, যুবক সহ সব বংশের মানুষের স্বার্থে। আরো বলেন, এই বাজেট বিকশিত ভারতের বিকশিত বাজেট। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।