Sunday, March 23, 2025
বাড়িরাজ্যধর্ষণ কান্ডে কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করল বিশালগড় মহকুমা আদালত

ধর্ষণ কান্ডে কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করল বিশালগড় মহকুমা আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৭ ফেব্রুয়ারি : নাবালিকা ধর্ষণ কান্ডে কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করল বিশালগড় মহকুমা আদালতের মহামান্য বিচারপতি দেবাশীষ কর। অভিযুক্ত বিশালগড় নেহাল চন্দ্রনগর এলাকার রাজেশ দাস। ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে দেবাশীষ দাস নেহাল চন্দ্রনগর এলাকারই এক নাবালিকা কন্যার বাড়িতে গিয়ে তার একাকিত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করে। নাবালিকা কন্যাটি ২০২০ সালের এপ্রিল মাসে একটি কন্যা সন্তানের জন্ম দেয়।

নাবালিকার মা ২০২০ সালে ৫ মে বিশালগড় মহিলা থানায় এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করে। মোট ২২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে আদালত। শুক্রবার এই মামলার রায় ঘোষণা করে। পকসো অ্যাক্টে ৬ নং ধারায় আসামীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বৎসর কারাদণ্ডা দেয় মাননীয় আদালত। পাশাপাশি আইপিসি ধারায় তিন বছরের কারাদন্ড এবং ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাস কারাদণ্ড দেন বিশালগড় মহকুমা আদালতের মাননীয় বিচারপতি দেবাশীষ কর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য