স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৭ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটে বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রতিবাদে এবং দেশের ১৪ লক্ষের বেশি এজেন্টের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এল আই সি এজেন্ট অর্গানাইজেশন শুক্রবার এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে। আগরতলা টি আর টি সি অফিসের সামনে হয় এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা দেশে এলআইসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে।
আগামী ১১ ফেব্রুয়ারি পার্লামেন্টের সামনেও এলআইসি -র সামনেও বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হবে। কারণ গত অক্টোবর মাসে সারা দেশে এজেন্টের জন্য সরকার কমিশন কমিয়ে দিয়েছে। একই সাথে বয়সের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আনা হয়েছে। যার কারণে দেশের প্রায় ১৪ লক্ষ এজেন্ট ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয় এলআইসি এক প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। আরো অভিযোগ তুলে বলেন, এলআইসির শেয়ার বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। সরকারের এ ধরনের সিদ্ধান্তে এলআইসি আগামী দিন ধ্বংস হয়ে যাবে। তাই সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে দাবি করা হচ্ছে বলে জানান অবিলম্বে সরকারকে বীমার ক্ষেত্রে ১০০% বিদেশি বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন সংগঠনের রাজ্য সভাপতি। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক সুজিৎ দে।