স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৭ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার গভীর রাতে মধুপুর থানার পুলিশ এবং বিএসএফ বিশালগড় মহকুমা রাধানগর এলাকার কুখ্যাত সমাজদ্রোহী তথা আন্তর্জাতিক মানব পাচারকারী অঞ্জন দাসের বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তার ঘরের সিলিং -এর উপর থেকে একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।
সঙ্গে সঙ্গে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় রাধানগর বিএসএফ ক্যাম্পে। পরবর্তী সময়ে শুক্রবার দুপুরবেলা মধুপুর থানা নিয়ে আসে। এদিকে পুলিশের কাছ থেকে জানা যায় অঞ্জন দাস দীর্ঘদিন যাবত আন্তর্জাতিক প্রচারকারী তথা পিস্তল বাণিজ্যের সাথে জড়িত রয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে মধুপুর থানায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে হানা দিয়ে পিস্তল সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।