স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৭ ফেব্রুয়ারি : ঠিকেদারের খাম খেয়ালিপনার কারণে জলের তীব্র সংকট কাঞ্চনমালা এলাকায়। জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় কয়েক লক্ষ টাকায় একটি পাকা কালভার্ট তৈরির জন্য কাজের বরাত পায় রাজধানী আগরতলা শহরের এক ঠিকাদার। অভিযোগ পাকা কালভার্টের কাজ করার সময় এলাকার এক জলের পাইপলাইন ভেঙ্গে ফেলে। পরে বেশ কিছুদিন পর পুনরায় আবার জলের পাইপ লাগালেও কয়েকদিন যেতে না যেতে আবারো জলের পাইপলাইনটি ভেঙ্গে ফেলে, যার ফলে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে কাঞ্চনমালা এসবি স্কুলে জলের তীব্র সংকট দেখা দিয়েছে।
যার ফলে স্থানীয় এলাকাবাসীরা সহ কাঞ্চনমালা এস বি স্কুলের কর্মীরা দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। তবে বিদ্যালয় সহ এলাকায় এমন জলের সংকট কিন্তু ঠিকাদারের এতে কোন কিছুই যায় আসে না। কাজের ঠিকাদারের এই কর্মকান্ডে ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য এলাকার মানুষের স্বার্থে পাকা কালভার্ট তৈরি হোক সেটা সবাই চায়, কিন্তু কাজ শুরুর আগে কালভার্টের পাশে থাকা বিকল্প পানীয় জলের পাইপ লাইনের ব্যবস্থা না করে স্থানীয় এলাকাবাসীর ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চরম সমস্যায় ফেলে দেওয়া হয়েছে। যার জন্য দায়ী কাজের ঠিকাদার। তাই স্থানীয় এলাকাবাসীদের থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জোরালো দাবি জানিয়েছে খুব শীঘ্রই যেন কালভার্টের পাশ দিয়ে বিকল্প জলের ব্যবস্থা করে দেওয়া হয়।