Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যমোবাইলের দোকানের মালিকের নির্যাতনে মৃত্যু হওয়া কর্মচারীর পরিবারের বিচার মিলছে না

মোবাইলের দোকানের মালিকের নির্যাতনে মৃত্যু হওয়া কর্মচারীর পরিবারের বিচার মিলছে না

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৭ ফেব্রুয়ারি : মোবাইলে দোকানের মালিকের বিরুদ্ধে কর্মচারীকে খুনের অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করছে না এবং জিবি বাজার কমিটি মৃতের পরিবারের অভিযোগ শুনতে চাইছে না। এর পেছনে বড়োসড়ো রফাদফা হয়েছে বলে অভিযোগ উঠছে। ৩১ জানুয়ারি বাজারে এসে মৃতের পরিবার কান্নায় ভেঙে পড়ে।

অথচ তাদের অভিযোগ কেউ শুনতে চাইছে না। জানা যায়, দীর্ঘ চার বছর ধরে জিবি বাজার এলাকার সাহা কমিউনিকেশন নামে মোবাইলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন রাহুল আচার্য। তার বাড়ি রাজধানীর অভয়নগর এলাকায়। গত ৩১ জানুয়ারি দোকানের মালিকের সাথে তার কোন এক বিষয় নিয়ে হয়তো ঝামেলা বাঁধে। তারপর দোকানের মালিক পার্থ সাহা কর্মচারী রাহুল আচার্যকে বেধড়ক মারধর করে মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে রেখে দেয়।

 পরবর্তী সময় বাড়ির লোকজনেরা রাহুলকে ফোন করে খুঁজে পায়নি। রাতের বেলা রাজধানীর আইএলএস হাসপাতাল সংলগ্ন এক নির্জন জায়গায় রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পায়। কিন্তু ঘটনার পর থেকে এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করছে না। এমনকি বাজার কমিটি পর্যন্ত অভিযুক্ত সেই বিরুদ্ধে কোনরকম অভিযোগ শুনছে না। সূত্রের খবর, খুনের ঘটনা আড়াল করতে পুলিশ এবং বাজার কমিটির বড় মাথা উঠে পড়ে লেগেছে। তাই নিরীহ পরিবারের বিচার মিলছে না। যাই হোক এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী করলো মৃতের পরিবার। অভিযুক্ত ব্যবসায়ীকে যাতে গ্রেফতার করা হয়। এবং তার সাথে কঠোর শাস্তি হয় সেই দাবি করলো ছেলে হারা নিরীহ পরিবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য